মাহতাব হোসেন দোলন, ডুয়েট প্রতিনিধি:
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরের ২০২৫-২৬ কার্যকালীন শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০:২৫ ঘটিকায় প্রতিষ্ঠানের পুরাতন একাডেমিক ভবনের তৃতীয় তলায় সেমিনার কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ আনওয়ারুল আবেদীনের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি, বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ খসরু মিয়া, সাধারণ সম্পাদক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি ড. মোঃ মোস্তাকুর রহমান (অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ), যুগ্ম সম্পাদক (এজিএ) খাজা ইমরান মাসুদ (সহকারী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ), কোষাধ্যক্ষ মহিমান জিন্নুরাইন (সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ), সাংস্কৃতিক সম্পাদক কাজী আবু মনজুর (সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ), প্রচার সম্পাদক মোঃ সাবলু খান (প্রভাষক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ), মহিলা সম্পাদক হিসেবে ড. সাবাহ বিনতে নূর (সহকারী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ), সদস্য ড. মোঃ মাহমুদ আলম (অধ্যাপক, গণিত বিভাগ), সদস্য ড. মোঃ কামাল হোসেন (অধ্যাপক, পুরকৌশল বিভাগ) এবং সদস্য ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ (অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ)।
অনুষ্ঠানের শুরুতেই সদ্য বিদায়ী সভাপতি ড. মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমার কমিটির মেয়াদকালে কোটা আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ছাত্র-অভ্যুত্থান দেখেছি। শিক্ষক-শিক্ষার্থীদের পাশে থাকার সাধ্যমত চেষ্টা করেছি।”
শপথ গ্রহণ শেষে, ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ড. মোঃ খসরু মিয়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সহ সকলকে শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন, এবং বলেন, “শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবে, কাজ করবে, এটা একটা দৈনন্দিন কাজের মধ্যেই পড়বে। গত কমিটিগুলোতে যেভাবে দেখেছি, শিক্ষকরা বিভিন্ন ইস্যু নিয়ে ফেডারেশন লেভেল এ, ইউনিভার্সিটি লেভেল এ কথা বলছেন, আমরাও তাদের ধারাবাহিকতা বজায় রাখবো, শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবো, এটাই আমাদের অঙ্গীকার রইলো। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কাম্য এবং পূর্বের কমিটি থেকে পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।”
উল্লেখ্য যে, ক্রীড়া সম্পাদক এবং দপ্তর সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় উক্ত পদদ্বয় শূন্য রয়েছে। শিক্ষক সমিতির সংবিধানের ৮(ঘ) ধারা অনুযায়ী, এসব শূন্য পদ পরবর্তী সাধারণ সভায় সদস্যদের মধ্য থেকে মনোনয়ন দিয়ে পূর্ণ করা যাবে।