...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে দুই হাজার কপি কোরআন বিতরণ

BU CORRESPONDENT প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৫, ২০:৫০

“এক শিক্ষার্থী, এক কোরআন” — এই স্লোগানে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের মাঝে ২ হাজার কপি আল কোরআন বিতরণ করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

কোরআন বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা মহাগ্রন্থ আল কোরআন হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ছাত্রশিবিরের এ উদ্যোগের প্রশংসা করেন।

রাকিব হাসান নামের এক শিক্ষার্থী বলেন, “শিবিরের এই উদ্যোগটি খুবই ইতিবাচক। কোরআন হাতে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। এমন আয়োজন আমাদের অনুপ্রাণিত করে।”

ববি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, “সততা ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে এসে অনেকেই কোরআন থেকে দূরে সরে যায়। শিক্ষার্থীদের কোরআনের কাছাকাছি আনতেই আমাদের এই উদ্যোগ। প্রথম পর্যায়ে ২ হাজার শিক্ষার্থীকে কোরআন দেওয়া হয়েছে; পরবর্তীতে আরও ১ হাজার শিক্ষার্থীর হাতে কোরআন পৌঁছে দেওয়া হবে।”

প্রধান অতিথির বক্তব্যে সাদিক কায়েম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হলো মেধাবীদের সংগঠন। কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনার আমলে কিভাবে আমাদের উপর নির্যাতন চালানো হয়েছে। আমরা দেখেছি আমাদের ভাইদের কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। শুধুমাত্র নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে তাদের উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। আমরা সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়েছি।”

পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক