অক্সফোর্ডের ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পেলেন জাবি অধ্যাপক তারিকুল
- প্রকাশিত: ০১:০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / 1
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অন মাইগ্রেশন, পলিসি অ্যান্ড সোসাইটি (Centre on Migration, Policy and Society)’-এ ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দেবেন।
অক্সফোর্ডে অবস্থানকালে অধ্যাপক তারিকুল ইসলাম লন্ডন স্কুল অব ইকোনোমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (LSE) এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জলবায়ু কূটনীতি ও টেকসই উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় বক্তৃতা দেবেন।
উল্লেখ্য, এর আগে তিনি অক্সফোর্ড, ক্যামব্রিজ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে গুরুত্বপূর্ণ একাডেমিক দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন