অনুমোদন পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প | Publician Today

অনুমোদন পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প

JNU CORRESPONDENT প্রকাশ: ২৮ মে, ২০২৫, ২২:৫৪

বহুল প্রতীক্ষার পর অনুমোদন পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প। আজ বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে লেখা হয়,

”জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশোধিত দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প অনুমোদন পেয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পের সরকারি আদেশ (জিও) আজ ২৮ মে ২০২৫ তারিখে ইস্যু করা হয়েছে।

এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন ও যুগান্তকারী অগ্রগতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দীর্ঘপথে নিরলস সমর্থন দিয়ে যাওয়ায় সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছে।

বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ, বিশেষত শিক্ষা, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাগণ, এর সার্বিক সহযোগিতার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করছে।”

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প ২০১৮ সালে অনুমোদন পায়। বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে উক্ত প্রকল্পের কোন দৃশ্যমান কাজ এতোদিনে দেখা যায়নি। যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কঠোর আন্দোলনে সরকার সেনাবাহিনীর নিকট প্রকল্পের বাকি অংশের কাজ শেষ করার সিদ্ধান্ত নেয়। তবে উক্ত প্রকল্পের ডিপিপিতে বিভিন্ন ত্রুটি থাকায় সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা সংশোধন করে পুনরায় অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরডিডিপি জমা দেয়। আজ বুধবার তা অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

পাবলিকিয়ান টুডে/ এম