অস্ট্রেলিয়ায় ব্যাচেলর প্রোগ্রামে স্কলারশিপ অর্জন করলেন ঢাকা পলিটেকনিকের সাবেক শিবির সভাপতি তানভীর | Publician Today

অস্ট্রেলিয়ায় ব্যাচেলর প্রোগ্রামে স্কলারশিপ অর্জন করলেন ঢাকা পলিটেকনিকের সাবেক শিবির সভাপতি তানভীর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ১২:৫৮

আরমান খান ছামির, ক্যাম্পাস প্রতিনিধি

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের RAC বিভাগের সাবেক শিক্ষার্থী এবং সাবেক শিবির সভাপতি আব্দুল্লাহ আল তানভীর উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় স্কলারশিপ অর্জন করেছেন। তিনি অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর প্রোগ্রামে অধ্যয়ন করার সুযোগ পেয়েছেন।

ইনস্টিটিউটে অধ্যয়নকালীন তিনি ২৩-২৪ সেশনে ছাত্রশিবিরের দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। তার এই সাফল্যকে শিক্ষক ও সহপাঠীরা বিদেশে উচ্চশিক্ষায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সক্ষমতার আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে তানভীর তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন—
“আলহামদুলিল্লাহ! আজ আমি অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা পেয়েছি। এটি আমার জীবনের অন্যতম আনন্দময় ও বরকতময় মুহূর্ত। যাত্রাটি সহজ ছিল না—অসংখ্য হতাশা, চাপ ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু আল্লাহর উপর আস্থা রেখে এগিয়ে গিয়েছি, আর তিনি আমাকে কখনো নিরাশ করেননি। আমার বাবা-মা, পরিবার, আত্মীয়স্বজন এবং যারা আমাকে সমর্থন করেছেন ও দোয়ায় রেখেছেন— তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। সামনের নতুন অধ্যায়ের জন্য নিজেকে অত্যন্ত ধন্য, কৃতজ্ঞ ও উত্তেজিত অনুভব করছি।”

তানভীরের এই অর্জন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। তার বিদেশে উচ্চশিক্ষার যাত্রা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক