আখলাক বা চরিত্র রাসূল (সা.) এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা উচিত_শায়েখ আহমাদুল্লাহ | Publician Today

আখলাক বা চরিত্র রাসূল (সা.) এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা উচিত_শায়েখ আহমাদুল্লাহ

Ashraful প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৫, ১৬:৪০

তানজিল কাজী ডিআইইউ প্রতিনিধিঃ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) দিনব্যাপী ‘সিরাত কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বাড্ডার সাতারকুলে বিশ্ববিদ্যালয়টির পুরাতন ক্যাম্পাস প্রাঙ্গণে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

সিরাত কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদ দাওয়াহ ইলাল্লাহের পরিচালক শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, প্রফেসর আব্দুল বাসেতসহ অন্যান্য শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে শায়েখ আহমাদুল্লাহ বলেন, আখলাক বা চরিত্র যেকোনো মানুষের জন্য অমূল্য সম্পদ। রাসূল (স:) চরিত্র বড় উদাহরণ। কত জুলুম পরেও, তিনি কখনো রেগে যেয়ে কাউকে কখনো ধমক দিয়ে কথা বলেননি। কখনো কোন স্ত্রী বলতে পারেননি যে তিনি আমাদের সাথে অবিচার করেছেন। তিনি কখনো কারো সাথে বৈষম্য করেননি। তার জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের আখলাক বা চরিত্র আরো সুন্দর করতে পারি। বাইরের দেশগুলোতে দেখা যায় তাদের চরিত্রের একদিকে উন্নত আচরণ থাকলেও অন্যদিকে কালো চরিত্রের পরিচয় দেন। যেমন- একটি কুকুরের প্রতি তাদের সহানুভূতি থাকলেও, ফিলিস্তিনি শিশুদের প্রতি তাদের কোন চিন্তাভাবনা নেই। তাই বলে আমি বলছি না কুকুরের প্রতি মানুষের সহানুভূতি থাকবে না।

অনুষ্ঠানের শুরুতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।