আগামীকাল রাজপথে নামবে পাবিপ্রবি শিক্ষার্থীরা | Publician Today

আগামীকাল রাজপথে নামবে পাবিপ্রবি শিক্ষার্থীরা

Ashraful প্রকাশ: ০৫ জুলাই, ২০২৪, ১৮:৫৭

আগামীকাল শনিবার সকাল ১১:০০ টায় সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে রাজপথে নামবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।”

কোটা নামক বৈষম্যের কারনে বাংলাদেশের সাধারণ মেধাবী শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।কিন্তু এভাবে আর কত দিন! ইতিহাস সাক্ষী সাধারণ বা প্রাপ্য অধিকারের জন্যেও এই বাংলাদেশে আন্দোলনের বিকল্প নাই। তাই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি থেকে উঠে আসা সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে ও কোটা নামক বৈষম্য রুখে দিতে চলমান ছাত্র আন্দোলনের সাথে তাল মিলিয়ে আগামীকাল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” অনুষ্ঠিত হবে। আশা করি উক্ত পথসভায় আপনারা সবাই উপস্থিত হয়ে নিজেদের অধিকার আদায়ে আওয়াজ তুলবেন। এটাই উপযুক্ত সময় আওয়াজ তোলার, এটাই উপযুক্ত সময় দাবি আদায়ের, এটাই উপযুক্ত সময় সকল বৈষম্য মুছে ফেলার, এটাই উপযুক্ত সময় কাধে কাধ মিলিয়ে রাজপথে স্লোগান দেওয়ার –
“সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে।”