১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আমরা কখনোই হাসিনার কাছে মাথানত করি নাই: এ্যানি

মো. হাসিবুর রশীদ, লক্ষ্মীপুর জেলা
  • প্রকাশিত: ০৮:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 56

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে আরেকটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর মতে, এই হামলার মাধ্যমে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে বানচালের চেষ্টা চলছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ্যানি এ মন্তব্য করেন। দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এ্যানি বলেন, “গত বছরের ৫ আগস্টের পর এক বছরের বেশি সময় কেটে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের জায়গাটা দুর্বল হয়ে গেছে। কেন আজ নুরুল হক নুরকে রক্তাক্ত হতে হলো? কারা এই হামলার পেছনে আছে, তা বের করতে হবে। এটি বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র। পাশাপাশি ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধেও চক্রান্ত চলছে।”

তিনি আরও বলেন, হাসিনার অত্যাচার-নিপীড়নের মাধ্যমে দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশে স্বাভাবিক রাজনীতি ছিল না। বিএনপির নেতাকর্মীরা মামলা-হামলা-নির্যাতনের ভয়ে মাথা করেনি। আমরা কখনোই হাসিনার কাছে মাথা নত করি নাই।”

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

আরো উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়াসহ প্রমুখ।

পাবলিকিয়ান টুডে/ এম

শেয়ার করুন

আমরা কখনোই হাসিনার কাছে মাথানত করি নাই: এ্যানি

প্রকাশিত: ০৮:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে আরেকটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর মতে, এই হামলার মাধ্যমে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে বানচালের চেষ্টা চলছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ্যানি এ মন্তব্য করেন। দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এ্যানি বলেন, “গত বছরের ৫ আগস্টের পর এক বছরের বেশি সময় কেটে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের জায়গাটা দুর্বল হয়ে গেছে। কেন আজ নুরুল হক নুরকে রক্তাক্ত হতে হলো? কারা এই হামলার পেছনে আছে, তা বের করতে হবে। এটি বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র। পাশাপাশি ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধেও চক্রান্ত চলছে।”

তিনি আরও বলেন, হাসিনার অত্যাচার-নিপীড়নের মাধ্যমে দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশে স্বাভাবিক রাজনীতি ছিল না। বিএনপির নেতাকর্মীরা মামলা-হামলা-নির্যাতনের ভয়ে মাথা করেনি। আমরা কখনোই হাসিনার কাছে মাথা নত করি নাই।”

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

আরো উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়াসহ প্রমুখ।

পাবলিকিয়ান টুডে/ এম