আমরা ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিট বিক্রি করিনা - বাকৃবি ছাত্রদল নেতা তুষার | Publician Today

আমরা ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিট বিক্রি করিনা – বাকৃবি ছাত্রদল নেতা তুষার

BAU CORRESPONDENT প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০০:৪৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার বলেছেন, ‘৭১ থেকে ২৪ বাংলাদেশ প্রশ্নে বিএনপি সর্বদা আপোষহীন। শহীদ জিয়া এই দেশে ইসলামী মূল্যবোধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও সাম্য শিখিয়েছেন। শিখিয়েছেন কিভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশ ও দেশের মানুষকে আগলে রাখতে হয়। আমরা কোন আন্দোলনের একক মালিকানা দাবি করিনা। আবার ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিটও বিক্রি করিনা। আমরা বাংলাদেশী জাতীয়তাবাদের উদারতা এবং মর্ম অনুধাবন করে গর্বিত হওয়ার জন্য সকলকে আহ্বান জানাই।’

নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়জিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

সোমবার (১০ মার্চ) বাকৃবির শাহজালাল হল ছাত্রদলের উদ্যোগে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় শাহজালাল হলের প্রায় দুই শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, ‘যে সমাজে নারীরা নিরাপদ না সে সমাজ সুস্থ ভাবে চলতে পারে না। সে সমাজ কলুষিত। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই। ধর্ষকের ফাঁসি চাই।’


রিসালাত আলিফ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ