...

আমিরুলের হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে পরাজয় বাংলাদেশ অনূর্ধ্ব–২১ দলের

অনলাইন ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ১৮:৫৯
ছবি: সংগৃহীত

জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান স্টেডিয়ামে আজ নিজেদের উদ্বোধনী ম্যাচে আমিরুল ইসলামের দুর্দান্ত হ্যাটট্রিক সত্ত্বেও ৫–৩ গোলের ব্যবধানে হারতে হয়েছে সিগফ্রাইড আইকম্যানের দলকে।

বিশ্ব হকির র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ৪ নম্বরে, আর বাংলাদেশ ২৯ নম্বরে। অভিজ্ঞতা ও সাফল্যের দিক থেকেও অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। তারা জুনিয়র হকি বিশ্বকাপে খেলছে টানা ১৩তমবার, আগের ১২ আসরে চারবার ফাইনাল খেলেছে এবং ১৯৯৭ সালে জিতেছে শিরোপা। বিপরীতে বাংলাদেশ খেলছে প্রথমবার।

এমন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম ও শেষ কোয়ার্টারে সমানতালে লড়েও তৃতীয় কোয়ার্টারের ব্যর্থতায় পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই মাত্র ৪১ সেকেন্ডে গোল হজম করলেও ১৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান আমিরুল ইসলাম। তবে ১৭ মিনিট পর্যন্ত ১–১ থাকা ম্যাচে ১৮ থেকে ২৩ মিনিটের মধ্যে মাত্র পাঁচ মিনিটে টানা তিন গোল হজম করে ধাক্কা খায় দলটি।

বাংলাদেশও সুযোগ তৈরি করেছিল। ৩০তম মিনিটে টানা চারটি পেনাল্টি কর্নার পেলেও গোল ফিরিয়ে আনতে পারেনি। তবে ৪২তম মিনিটে আবারও গোল করেন আমিরুল। শেষ দিকে ৫৯তম মিনিটে দুর্দান্ত আরেকটি পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। তবু ব্যবধান কমালেও ম্যাচে ফেরার সুযোগ আর পাওয়া যায়নি।

আগামী ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স অনূর্ধ্ব–২১ দল। আগামীকাল একই মাঠে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে দলটি। ২৪ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ১০ ডিসেম্বর। গত বছর ওমানের মাসকটে হওয়া জুনিয়র হকি এশিয়া কাপে পঞ্চম হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পায় বাংলাদেশ।

পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক