বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি কোকোর কবর জিয়ারত করেন।
বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। পরে তাঁরা নয়াপল্টনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন।
দোয়া মাহফিলে বক্তারা আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক
