...

আরিফিন শুভর নতুন অ্যাকশন ছবিতে নায়িকা মিম

অনলাইন ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ১৯:২৪
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ নতুন একটি অ্যাকশনধর্মী সিনেমার শুটিং শুরু করেছেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সোশ্যাল মিডিয়ায় দুজনের নতুন লুক প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে আগ্রহ বেড়েছে।

‘আব্বাস’ ও ‘লোকাল’ খ্যাত নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় রাজশাহী ও নাটোরে চলছে ছবিটির টানা শুটিং। জানা গেছে, পুরো সিনেমাজুড়েই অ্যাকশন ঘরানার চরিত্রে দেখা যাবে শুভকে। শুটিং সেট থেকে ফাঁস হওয়া এক ছবিতে দেখা যায় তাঁর চেহারায় রুক্ষতা, লম্বা চুল, রক্তমাখা শরীর এবং দুই হাতে রক্তাক্ত কুড়াল—যা দেখে দর্শকরা ধারণা করছেন, ছবিটি হবে তীব্র অ্যাকশননির্ভর।

এটি শুভ ও মিমের একসঙ্গে অভিনীত তৃতীয় সিনেমা। তবে গল্পের ধরন কিংবা চরিত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানাননি নির্মাতা বা অভিনয়শিল্পীরা। প্রাথমিকভাবে কয়েকটি নাম বিবেচনায় থাকলেও এখনো চূড়ান্ত শিরোনাম নিশ্চিত করা হয়নি। ঈদুল ফিতরে ছবিটি মুক্তির লক্ষ্যে এক সপ্তাহ ধরে শুটিংয়ের ব্যস্ততা অব্যাহত রয়েছে।

সোর্স: সংগৃহীত

পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক