...

ইবিতে গুচ্ছ চূড়ান্ত ভর্তির সময়সীমা পরিবর্তন

Paru Vai প্রকাশ: ০৯ অক্টোবর, ২০২৪, ০৮:৫০

ইবি প্রতিনিধি:
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে আগামী ১০ তারিখ থেকে ছুটি ঘোষিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ চূড়ান্ত ভর্তির তারিখ পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১০ তারিখ এর পরিবর্তে ১৬ তারিখ বুধবার ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুর্গাপূজা উৎসব উপলক্ষ্যে অন্তবর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে আগামী ১০ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত সরকারী ছুটি ঘোষণা করায় ইসলামী বিশ্বকবিদ্যায়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ঘোষিত ১০ তারিখের পরিবর্তে আগামী ১৬ তারিখ বুধবার অফিস চলাকালীন (সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা) সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

নূর ই আলম
ইসলামী বিশ্ববিদ্যালয়