ইয়ুথ এলায়েন্স-১৭ এর উদ্যোগে বান্দরবানে প্লাস্টিকের বিনিময়ে চারা গাছ বিতরণ।
- প্রকাশিত: ১১:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 88
“সবুজে গড়ি আগামীর দিন”— এই স্লোগানকে ধারণ করে ইয়ুথ অ্যালায়েন্স-১২ এর উদ্যোগে আল-ফারুক ইনস্টিটিউট, বান্দরবান-এ সফলভাবে সম্পন্ন হলো পরিবেশবান্ধব ব্যতিক্রমধর্মী কর্মসূচি “প্লাস্টিকের বিনিময়ে চারা গাছ বিতরণ”।
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম রিমন (সদস্য, বান্দরবান জেলা পরিষদ)। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব জিলহাজ উদ্দিন জেকি (সেক্রেটারি, আল-ফারুক অ্যালমনাই এসোসিয়েশন, বান্দরবান)। জনাব আমিনুল ইসলাম আসিফ (ছাত্র প্রতিনিধি, বান্দরবান ছাত্র সমাজ)। সভাপতিত্ব করেন ইয়ুথ অ্যালায়েন্স-১৭ এর প্রেসিডেন্ট জোনাইদ হাসান সাইম এবং সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের সেক্রেটারি তারেকুল ইসলাম।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, ইয়ুথ অ্যালায়েন্স-১৭ এর সদস্যবৃন্দ ও আল-ফারুক ইনস্টিটিউট-বান্দরবান’র অ্যালমনাই এসোসিয়েশন এর প্রতিনিধিগণ।
এই কর্মসূচিতে চার শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে ৮০০-এর অধিক চারা গাছ বিতরণ করা হয়।এছাড়াও বিদ্যালয় প্রাঙ্গণে কিছু গাছ রোপন করা হয়। আয়োজকরা জানিয়েছেন পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচিতে পচনশীল পরিবেশ বান্ধব ব্যানার ব্যবহার করা হয়েছে, যা প্রকৃতির ক্ষতি না করে স্বাভাবিকভাবে মাটিতে মিশে যেতে সক্ষম।
এই কর্মসূচিকে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।