ঈদের দিন মধ্যাহ্নভোজের আয়োজন করছে কুবি ছাত্রশিবির
- প্রকাশিত: ০৮:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 297
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থানরত সকল ধর্মাবলম্বী শিক্ষার্থী, কর্মচারী এবং আশেপাশের গরীব মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদুল আজহার দিন মধ্যাহ্নভোজে আয়োজন করতে যাচ্ছে ইসলামি ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (০২রা জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গবি কেন্দ্রীয় মাঠে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সকল ধর্মের শিক্ষার্থী, কর্মচারী এবং আশেপাশের গরীব মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে একটি গরু এবং একটি খাসি কোরবানি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ‘অনেক শিক্ষার্থী বিশেষ করে যাদের পড়াশোনা শেষ তারা চাকরির পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় বাড়িতে যায় না। আবার অনেক কর্মচারী আছেন যারা দায়িত্বের জায়গা থেকে বাড়ি যেতে পারে না। এছাড়াও অনেক ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী আছে আমাদের ক্যাম্পাসে তারা হয়তো বাড়িতে যাবে না। তাদের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন। ভিন্ন ধর্মাবলম্বী যারা গরু মাংস খায় না তাদের জন্য খাসির ব্যবস্থা থাকবে।’
তিনি আরো বলেন, ‘এটাই আমাদের প্রথম আয়োজন নয়। ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা এই আয়োজন করেছি। তবে এভাবে প্রকাশ্যে করতে পারি নাই। এইবার যেহেতু সুযোগ আছে তাই আমরা বড় পরিসরে আয়োজন করতেছি। আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী- কর্মচারী ছাড়াও আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদের জন্যও আমাদের আয়োজন থাকবে।’