...

ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে শাবিপ্রবিতে আলোচনা সভা অনুষ্ঠিত।

Rakib Hasan প্রকাশ: ০৭ অক্টোবর, ২০২৪, ১৩:৩৩

শাবিপ্রবির পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন পরিষদ কর্তৃক মিলাদুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভা-২০২৪ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ অক্টোবর ২০২৪ সোমবার শাবিপ্রবির মিনি অডিটোরিয়ামে সকাল ১০ টায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক এর সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য সহযোগী অধ্যাপক ড. এমদাদুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মোচ্ছাবির।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনার পরিচালক প্রফেসর ড. এছাক মিয়া, প্রক্টর প্রফেসর মোঃ মোখলেসুর রহমান, উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শাকিল খান, নাতে রাসূল পাঠ করেন আবদুর রহিম, স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব মোঃ মহিউল ইসলাম।

অনুষ্ঠানে আলোচকগণ মহানবী হজরত মুহাম্মদ সা. এর জীবনাদর্শ চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং হজরত মুহাম্মদ জীবনাদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রতিফলিত করার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালের মুক্তির জন্য সকলকে আহবান জানান।

আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।