ঈদ উপলক্ষে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের ঘোষণা চবি শিবিরের | Publician Today

ঈদ উপলক্ষে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের ঘোষণা চবি শিবিরের

CU CORREPONDENT প্রকাশ: ০৬ জুন, ২০২৫, ২২:৩৭

ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত মুসলিম ও ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ঈদের দিনে ভোজের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। ঈদের দিন দুপুরে এ আয়োজনে সকল ধর্মের শিক্ষার্থীদের অংশগ্রহণে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য সোহরাওয়ার্দী হলে এমন আয়োজন করা হবে।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের ছুটিতে যারা বাড়ি ফিরতে পারেননি, বিশেষ করে মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরা যাতে উৎসবের দিনে একাকীত্ব অনুভব না করেন, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়া হবে এবং পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি জোরদার হবে।

শিবির নেতা আবরার ফারাবি বলেন, আবাসিক থাকা শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হলেও অনাবাসিক হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ভাইরা বঞ্চিত হবে যা আমরা মানতেই পারছিলাম না। সেই অভিব্যক্তি থেকেই এমন পদক্ষেপ নেওয়া। শিক্ষাঙ্গনে আমরা সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলতে চাই। তাই ঈদের দিন মুসলিমদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুরাও যেন আমাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারেন, সেটাই আমাদের চাওয়া।