উভয়পক্ষকে ছাত্রলীগ বলে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্ত কমিটি গঠন | Publician Today

উভয়পক্ষকে ছাত্রলীগ বলে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্ত কমিটি গঠন

Paru Vai প্রকাশ: ০৩ নভেম্বর, ২০২৪, ১৭:৫৮

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে মিটিংয়ে আসাকে কেন্দ্র করে নির্যাতনের ঘটনায় তদন্ত করে সুপারিশ প্রদানের জন্যে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সভাপতি উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

এ ছাড়া কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছে কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক এবং সহকারী প্রক্টর ড. কাজী ফরহাদ কাদির। সদস্য হিসেবে রয়েছে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান এবং ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফ খান পাঠান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘আমরা উভয় পক্ষের আবেদন পত্রটি হাতে পেয়েছি। উভয় পক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চেয়েছে। তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনুপ পাল সংখ্যালঘু ট্যাগ দিয়ে নির্যাতন, হত্যার হুমকির বিচার এবং জীবনের নিরাপত্তা চেয়ে প্রক্টর বরাবর একটি লিখিত আবেদনপত্র জমা দেন। অভিযুক্ত চার জন হলেন- ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম পলাশ ও সানজান ইসলাম মুন্না এবং পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম-উল-ইসলাম এবং জাকারিয়া সাঈদ। অভিযুক্তরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন অনুপ পাল। তবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুপ পালের অভিযোগটিকে ব্যক্তিগত আক্রোশে পূর্ণ উল্লেখ করে অভিযুক্তরা পাল্টা অভিযোগ করেন।