ছবি: সংগৃহীত গায়ক জেনস সুমন আর নেই। জনপ্রিয় গান ‘একটা চাদর হবে চাদর’–এর জন্য পরিচিত এই সংগীতশিল্পী শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ঈশা খান দূরে।
একটি গানই তাঁকে দেশের ঘরে ঘরে পরিচিত করে তোলে—‘একটা চাদর হবে চাদর’। ২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর গানটি ব্যাপক সাড়া ফেলে এবং রাতারাতি আলোচনায় উঠে আসেন জেনস সুমন। এর আগে ১৯৯৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। অ্যালবামটি দিয়ে যাত্রা শুরু হলেও পরে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ বহু শ্রোতাপ্রিয় গান উপহার দেন তিনি।
২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর ধীরে ধীরে অনিয়মিত হয়ে পড়লেও শ্রোতাদের মনে ছিল তাঁর গান ও কণ্ঠের স্থায়ী জায়গা। দীর্ঘ ১৬ বছর পর ২০২৪ সালে নতুন গান ‘আসমান জমিন’ প্রকাশিত হয় জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।
বাংলাদেশের সংগীতজগতে বিশেষ করে আধুনিক গানের ভক্তদের কাছে জেনস সুমন ছিলেন একটি আবেগের নাম। তাঁর মৃত্যুর খবরে সহশিল্পী ও শ্রোতাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক