বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ও ক্যালেন্ডারগত ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। ২০৩০ সালে একই ইংরেজি বছরে দুইবার পবিত্র রমজান মাসে রোজা পালনের সুযোগ পাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামী গবেষকদের মতে, ইসলামিক লুনার ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্যের কারণেই এই ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে।
ইসলামী বর্ষপঞ্জি চাঁদের গতির ওপর নির্ভরশীল। লুনার ক্যালেন্ডারে এক বছরে মোট ৩৫৪ দিন থাকে, অন্যদিকে গ্রেগরিয়ান বা সৌর ক্যালেন্ডারে রয়েছে ৩৬৫ দিন। এই দুই ক্যালেন্ডারের মধ্যে প্রতি বছর প্রায় ১০ থেকে ১১ দিনের ব্যবধান তৈরি হয়। এ ব্যবধানের ফলেই প্রতি প্রায় ৩০ বছর পর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একই বছরে দুইবার রমজান মাস পড়ার ঘটনা ঘটে।
বিশেষজ্ঞদের হিসাবে, ২০৩০ সালের প্রথম রমজান শুরু হবে ৫ জানুয়ারি। একই বছরের শেষ দিকে, ২৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় রমজান। ফলে ওই ইংরেজি বছরে মুসলমানরা মোট ৩৬ দিন রোজা পালনের সুযোগ পাবেন।
এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে। এরপর দীর্ঘ বিরতির পর ২০৩০ সালে আবারও এই বিরল ঘটনা দেখা যাবে। ভবিষ্যতে একই পরিস্থিতি তৈরি হবে ২০৬৩ সালে।
ধর্মীয় ক্যালেন্ডার ও জ্যোতির্বিজ্ঞানের এই সমন্বয়কে অনেকে ইতিহাসের একটি বিশেষ অধ্যায় হিসেবে দেখছেন, যা মুসলিম বিশ্বে স্বাভাবিকভাবেই কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক
