এখন কোর্স ক্রেডিট ছাড়াও পিএইচডি ডিগ্রি দিবে বাকৃবি | Publician Today

এখন কোর্স ক্রেডিট ছাড়াও পিএইচডি ডিগ্রি দিবে বাকৃবি

Paru Vai প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৪, ১০:২১

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ( বাকৃবি ) প্রচলিত কোর্স ক্রেডিট সিস্টেমের পাশাপাশি কোর্স ক্রেডিট সিস্টেম ছাড়াও পিএইচডি ডিগ্রী নিতে পারবে শিক্ষার্থীরা।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন ওই বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিগত ১৮-০৩-২০২৪ তারিখে অনুষ্ঠিত উচ্চ শিক্ষা গবেষণা কমিটির ২৬১ তম সভার বিবিধ-৯ এর (ii) নং সুপারিশটি বিগত ২৬-০৫-২০২৪ তারিখে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ১৮৪ তম অধিবেশনের ৩ (খ) এর বিবিধ-৯ (ii) নং সিদ্ধান্তমূলে গৃহীত হওয়ায় সিন্ডিকেটে রিপোর্ট করার শর্তে বর্তমানে প্রচলিত কোর্স ক্রেডিট সিস্টেমের (এপ্রিল ২০২১ হতে কার্যকর) পাশাপাশি কোর্স ক্রেডিট সিস্টেম ছাড়া পিএইচডি ডিগ্রী প্রদান করা হবে। শুধুমাত্র পিএইচডি ছাত্র/ছাত্রীদের সুপারভাইজ করার যোগ্যতা অর্জনকারী শিক্ষকগণ পিএইচডি কোর্সের ছাত্র-ছাত্রীদের ক্লাস নিতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এর নীতিমালা অনুসরণে পিএইচডি এর শুরুতে কিছু কোর্সওয়ার্ক থাকতে হবে, যা ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত হবে। ইহা বিজ্ঞপ্তি প্রদানের তারিখ থেকে কার্যকর হবে।’

আলিফ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়