০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার প্রকাশ্যে আসলেন ববি শিবিরের সেক্রেটারি ও দপ্তর সম্পাদক

এনামুল হোসেন, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: ১০:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 328

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম প্রকাশ্যে আসার ছয় মাস পর এবার প্রকাশ্যে এসেছেন সেক্রেটারি মো. মনিরুল ইসলাম এবং দফতর সম্পাদক মো. জাকারিয়া ইসলাম।

জানা যায়, সেক্রেটারি মো. মনিরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ও দফতর সম্পাদক মো. জাকারিয়া ইসলাম একই বর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেক্রেটারির নাম প্রকাশ করেন।

তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন (সেই ফেব্রুয়ারি-২০) থেকেই যিনি কখনো না বলতে শিখেন নাই। সবসময় মুগ্ধতা ছড়িয়েছেন জনশক্তিদের নিবিড়ভাবে গড়ে তুলেছেন, একজন নীরব সংগঠক বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সেক্রেটারি মনিরুল ইসলাম।
এর আগে গত রোববার সংগঠনটির দফতর সম্পাদক মো. জাকারিয়া ইসলাম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ্যে আসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।

পূর্ণাঙ্গ কমিটির প্রকাশের বিষয়ে জানতে চাইলে সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কার্যক্রম গুলো শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত হয়, বিভিন্ন প্রোগ্রাম এবং শিক্ষার্থীদের প্রয়োজনে সকল দায়িত্বশীল শিক্ষার্থীরা পরিচিত আছেন। শিক্ষার্থীদের প্রয়োজনের আলোকে শীঘ্রই প্রকাশ করা হবে ‘।

শেয়ার করুন

এবার প্রকাশ্যে আসলেন ববি শিবিরের সেক্রেটারি ও দপ্তর সম্পাদক

প্রকাশিত: ১০:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম প্রকাশ্যে আসার ছয় মাস পর এবার প্রকাশ্যে এসেছেন সেক্রেটারি মো. মনিরুল ইসলাম এবং দফতর সম্পাদক মো. জাকারিয়া ইসলাম।

জানা যায়, সেক্রেটারি মো. মনিরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ও দফতর সম্পাদক মো. জাকারিয়া ইসলাম একই বর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেক্রেটারির নাম প্রকাশ করেন।

তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন (সেই ফেব্রুয়ারি-২০) থেকেই যিনি কখনো না বলতে শিখেন নাই। সবসময় মুগ্ধতা ছড়িয়েছেন জনশক্তিদের নিবিড়ভাবে গড়ে তুলেছেন, একজন নীরব সংগঠক বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সেক্রেটারি মনিরুল ইসলাম।
এর আগে গত রোববার সংগঠনটির দফতর সম্পাদক মো. জাকারিয়া ইসলাম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ্যে আসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।

পূর্ণাঙ্গ কমিটির প্রকাশের বিষয়ে জানতে চাইলে সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কার্যক্রম গুলো শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত হয়, বিভিন্ন প্রোগ্রাম এবং শিক্ষার্থীদের প্রয়োজনে সকল দায়িত্বশীল শিক্ষার্থীরা পরিচিত আছেন। শিক্ষার্থীদের প্রয়োজনের আলোকে শীঘ্রই প্রকাশ করা হবে ‘।