শিক্ষকতা ছেড়ে জামায়াতের ডাকে দেশে ফিরে এমপি প্রার্থী ড. হাফিজুর | Publician Today

শিক্ষকতা ছেড়ে জামায়াতের ডাকে দেশে ফিরে এমপি প্রার্থী ড. হাফিজুর

অনলাইন ডেস্ক প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ১৭:৩৬

গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে তুরস্কের তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমানকে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক সেক্রেটারি এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর সাবেক ছাত্র সংসদের (ভিপি) দায়িত্ব পালন করেছিলেন ২০১০-২০১১ শিক্ষাবর্ষে।

ড. হাফিজুর রহমান বলেন, আমাকে যখন আমীরে জামায়াত ফোনে জানালেন, আপনাকে গাজীপুর-৬ থেকে নির্বাচন করতে হবে, তখন আমি আমার দায়িত্ববোধ থেকে সবকিছু ছেড়ে দেশে ফিরে আসি। ইনশাআল্লাহ গাজীপুর-৬ থেকে জনগণের প্রতিনিধি হিসেবে পরিবর্তনের পথে কাজ করব।

তিনি আরও জানান, গাজীপুর-৬ পরিবর্তনই আমাদের স্লোগান। এই এলাকায় ছিনতাই, ডাকাতি, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক। আমরা শ্রমিক অধ্যুষিত এই অঞ্চলে শ্রমজীবী মানুষের চিকিৎসা সেবার জন্য ফ্রি ওষুধ সেন্টার চালু করার পরিকল্পনা নিয়েছি।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরের এক রুকন সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানের প্রার্থিতা ঘোষণা করেন।

জামায়াত সূত্র জানায়, শিক্ষিত, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে ড. হাফিজুরকে মাঠে নামিয়ে সংগঠনটি গাজীপুর-৬ আসনে নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে চায়।

ড. হাফিজুর রহমান গাজীপুর জেলার কালনী গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শুরু করেন কালনী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। পরবর্তীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে অনার্স ও মাস্টার্স শেষে তুরস্ক সরকারের স্কলারশিপে গাজী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অর্জন করেন।

তিনি ২০২১ সালে তুরস্কের তোকাত গাজি উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি অধ্যাপনায় নিয়োজিত এবং ২০২৫ সালের জুলাই থেকে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস-এ ভিজিটিং স্কলার হিসেবে কর্মরত।

একাডেমিক পেশার পাশাপাশি লেখালেখিও তার শখ। প্রেসিডেন্ট এরদোয়ানকে নিয়ে বাংলায় লেখা প্রথম বই ‘এরদোয়ান : দ্য চেঞ্জ মেকার’, ‘আমার দেখা তুরস্ক’ এবং ‘ইসলামী রাজনীতি তত্ত্বে রাষ্ট্র ধারণা’—এই তিনটি বই বেস্টসেলার তালিকায় স্থান পেয়েছে। এছাড়া তার লেখা পিয়ার-রিভিউড আর্টিকেল, বুক চ্যাপ্টার ও আন্তর্জাতিক মিডিয়ায় নিবন্ধ প্রকাশিত হয়েছে।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক