করোনার নমুনা টেস্ট করতে প্রস্তুত যবিপ্রবি: উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ | Publician Today

করোনার নমুনা টেস্ট করতে প্রস্তুত যবিপ্রবি: উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ

Rakib Hasan প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ২৩:১৪

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন পূর্বের ন্যায় এবারও দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে করোনার নমুনা টেস্ট করতে প্রস্তুত রয়েছে যবিপ্রবি। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা সিভিল সার্জন থেকে কীট সরবরাহ করলেই শুরু হবে নমুনা টেস্ট।

আজ বুধবার ১৮ জুন সকাল ১১ টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ডা. এম. আর. মেডিকেল সেন্টারের উদ্যোগে আয়োজিত করোনা সংক্রমণ প্রতিরোধে “মাস্ক পরি” কর্মসূচির শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য এসব কথা বলেন। করোনার নতুন প্রাদুর্ভাবকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, প্রচারপত্র বিলি, সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে করণীয়, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ফার্স্ট এইড বক্স রাখা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যবিপ্রবি।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, সারাদেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে ইতোমধ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি। যবিপ্রবি করোনা ভাইরাস প্রতিরোধে সকল ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সকলে অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা, হাসি-কাশির সময় নাক মুখ ঢেকে রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলুন, তাহলে আমরা সুস্থ পরিবার, সমাজ তথা দেশ এই জাতিকে উপহার দিতে পারবো।

করোনার নমুনা টেস্ট বিষয়ে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, যবিপ্রবি করোনার নমুনা টেস্ট করতে প্রস্তুত রয়েছে। আমরা ইতোমধ্যে যশোর জেলার সিভিল সার্জনকে কীট সরবরাহের বিষয়ে অবগত করেছি। কীট সরবরাহ করলেই আমরা টেস্ট শুরু করতে পারবো। দেশের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এবং এই জাতিকে সুন্দর ও সাবলীল রাখতে আমরা সবসময় কাজ করতে প্রস্তুত আছি।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কুরবান আলী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।