ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা একদল কিশোরকে কান ধরে উঠবোস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে লাঠি হাতে কিশোরদের দিকে তেড়ে যেতে দেখা যায়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কিশোর নিজেরাই কান ধরে উঠবোস করছেন এবং তাদের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন সর্বমিত্র চাকমা। ভিডিওটি গত ৬ জানুয়ারির বলে দাবি করা হচ্ছে এবং বিভিন্ন ফেসবুক পেজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—বিশ্ববিদ্যালয় এলাকায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আদৌ একজন ছাত্র প্রতিনিধির কিনা।
আবিদুর রহমান নামের এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা প্রক্টরের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়ে বাচ্চাদের কান ধরে উঠবোস করাচ্ছেন। অপরাধ—বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা। তিনি আরও লেখেন, কোনো অপরাধ হয়ে থাকলে তার বিচার বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, ছাত্র প্রতিনিধির নয়।
ডাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামীম। তিনিও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। নিজের ফেসবুক পোস্টে তিনি সর্বমিত্র চাকমার আচরণ নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন, যা ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মনোয়ার হোসেন নামের আরেকজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ঢাকা শহরে শিশু-কিশোরদের খেলার জায়গা ক্রমেই কমে যাচ্ছে। কোনো কিশোর যদি নিয়ম না বুঝে কোথাও প্রবেশ করে, তাহলে তাকে সুন্দর ভাষায় বোঝানোই শিক্ষার্থীদের দায়িত্ব। লাঠি হাতে ভয় দেখিয়ে শাসন করার এখতিয়ার সর্বমিত্র চাকমাকে কে দিয়েছে—এমন প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও লেখেন, দিনের আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠে এ ধরনের আচরণ সাধারণ মানুষের মনে নেতিবাচক বার্তা দিচ্ছে এবং এতে শিক্ষার্থীদের সম্মানই ক্ষুণ্ন হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও এক বৃদ্ধ ব্যক্তির দিকে লাঠি হাতে তেড়ে যাওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন সর্বমিত্র চাকমা। নতুন এই ভিডিও ছড়িয়ে পড়ায় তার আচরণ নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক | মূলসূত্র- কালের কণ্ঠ
