...

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাথে উচ্চশিক্ষা নিয়ে পাবিপ্রবি উপাচার্যের মতবিনিময়

Rakib Hasan প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট সায়েন্সেস বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. অ্যালেক্স ওয়েব এর সাথে উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে অনালাইনে এক আলোচনা হয়। গতকাল (২৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশী শিক্ষার্থীরা কিভাবে যুক্তরাজ্যসহ পৃথিবীর অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ বাড়ানো ও সহযোগিতা নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় সাংবাদিক ও জনসংযোগ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপাচার্য বিশ্ববিদ্যালয় সাংবাদিক ও জনসংযোগ দপ্তরকে এ বিষয়ে ডিটেইলস ব্রিফ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল কেমব্রিজ অধ্যাপক ড. অ্যালেক্স ওয়েবের কাছে শিক্ষা, গবেষণা, স্কলারশিপ, ফান্ডিংসহ বিভিন্ন বিষয়ে জানতে চান। অ্যালেক্স এসব বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অ্যালেক্স বলেন, যুক্তরাজ্যের কেমব্রিজসহ অন্যান্য নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ বেশ চ্যালেঞ্জিং, সবচেয়ে টেলেন্টেড শিক্ষার্থীদের এখানে প্রাধান্য দেয়া হয়