০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কোটা আন্দোলনে চমেক নারী শিক্ষার্থীদের অবস্থান 

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ১০:৩১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / 58

আজ ১৭ জুলাই ২০২৪ সকালবেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬২-৬৬ ব্যাচের নারী শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মিছিল বের করে। ঢাবি, জাবি, চবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অবৈধ আক্রমণের প্রতি নিন্দা জানায় শিক্ষার্থীরা।

এরই প্রতিবাদে

“কোটা না মেধা,মেধা মেধা “
“কোটা হোক অবসান,মেধা পাক সম্মান “
“দেশ যদি স্বাধীন হয় ভাইয়ের রক্ত কেন বয় “
“আমার বোন আহত কেন, হামলাকারীরা জবাব দাও”
“বুকের ভেতর দারুন ঝড়,কোটা প্রথা বাতিল কর ” ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল সারা চমেক ক্যাম্পাস।

শেয়ার করুন

কোটা আন্দোলনে চমেক নারী শিক্ষার্থীদের অবস্থান 

প্রকাশিত: ১০:৩১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

আজ ১৭ জুলাই ২০২৪ সকালবেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬২-৬৬ ব্যাচের নারী শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মিছিল বের করে। ঢাবি, জাবি, চবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অবৈধ আক্রমণের প্রতি নিন্দা জানায় শিক্ষার্থীরা।

এরই প্রতিবাদে

“কোটা না মেধা,মেধা মেধা “
“কোটা হোক অবসান,মেধা পাক সম্মান “
“দেশ যদি স্বাধীন হয় ভাইয়ের রক্ত কেন বয় “
“আমার বোন আহত কেন, হামলাকারীরা জবাব দাও”
“বুকের ভেতর দারুন ঝড়,কোটা প্রথা বাতিল কর ” ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল সারা চমেক ক্যাম্পাস।