...

গাজায় ইসরায়েলের হামলা চলছেই, নিহতের সংখ্যা ছাড়াল ৭০ হাজার

অনলাইন ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ১১:১৭
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও গাজা উপত্যকায় হামলা থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন ৭০ হাজার ছাড়িয়েছে। গতকাল শনিবার এ তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি। প্রতিদিনের মতো গতকালও দক্ষিণ গাজার খান ইউনিস, রাফা ও গাজা শহরের বিভিন্ন স্থানে স্থল, নৌ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

চিকিৎসকেরা জানিয়েছেন, খান ইউনিসের বনি সুহেইলা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় দুই শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আল-ফারাবি স্কুলের কাছে বেসামরিক মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। এতে জুমা ও ফাদি তামার আবু আসসি নামে দুই ভাই প্রাণ হারায়।

এ ছাড়া আল-কারারা শহরে ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজা শহরের পূর্বাঞ্চলের তুফাহ এলাকাও হামলার মুখে পড়ে। একইভাবে দক্ষিণ গাজার রাফাতেও নতুন করে হামলা হয়েছে।

এর আগের দিন নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছিল, বনি সুহেইলায় ইয়েলো লাইনের বাইরে ড্রোন হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা নেটওয়ার্কের ওপর হামলা ও বাধার কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন স্থানীয় চিকিৎসকেরা।

সোর্স : সংগৃহীত

পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক