০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে বৈশাখী মঞ্চে হামলা, পুলিশ হেফাজতে ৬

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ১০:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 173

চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা উৎসবের মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন ডিসি হিল চত্বরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫-৩০ জনের একটি দল স্লোগান দিতে দিতে মঞ্চের সামনে এসে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং পর্দা ছিঁড়ে ফেলে। তারা অনুষ্ঠানস্থলের বিভিন্ন যন্ত্রপাতিও নষ্ট করে এবং মঞ্চ নির্মাণে নিযুক্ত শ্রমিকদের ওপর হামলা চালায়। হামলাকারীরা হুমকি দিয়ে জানায়, শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ডিসি হিলে পহেলা বৈশাখ উদযাপন করতে দেওয়া হবে না।

আরও পড়ুন: দীর্ঘ পাঁচ বছর পর কুবিতে বৈশাখী মেলার আয়োজন

এ ঘটনার পর সোমবারের (১৪ এপ্রিল) বৈশাখী অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।

পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সমন্বয়ক সুচরিতা দাশ অভিযোগ করে বলেন, “প্রশাসন শুরু থেকেই অনুষ্ঠান আয়োজনের অনুমতিতে গড়িমসি করেছে এবং সহযোগিতাও করেনি। এ কারণেই হামলার সুযোগ তৈরি হয়েছে।”

ঘটনার পর কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

পাবলিকিয়ান টুডে / এম

শেয়ার করুন

চট্টগ্রামে বৈশাখী মঞ্চে হামলা, পুলিশ হেফাজতে ৬

প্রকাশিত: ১০:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা উৎসবের মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন ডিসি হিল চত্বরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫-৩০ জনের একটি দল স্লোগান দিতে দিতে মঞ্চের সামনে এসে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং পর্দা ছিঁড়ে ফেলে। তারা অনুষ্ঠানস্থলের বিভিন্ন যন্ত্রপাতিও নষ্ট করে এবং মঞ্চ নির্মাণে নিযুক্ত শ্রমিকদের ওপর হামলা চালায়। হামলাকারীরা হুমকি দিয়ে জানায়, শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ডিসি হিলে পহেলা বৈশাখ উদযাপন করতে দেওয়া হবে না।

আরও পড়ুন: দীর্ঘ পাঁচ বছর পর কুবিতে বৈশাখী মেলার আয়োজন

এ ঘটনার পর সোমবারের (১৪ এপ্রিল) বৈশাখী অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।

পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সমন্বয়ক সুচরিতা দাশ অভিযোগ করে বলেন, “প্রশাসন শুরু থেকেই অনুষ্ঠান আয়োজনের অনুমতিতে গড়িমসি করেছে এবং সহযোগিতাও করেনি। এ কারণেই হামলার সুযোগ তৈরি হয়েছে।”

ঘটনার পর কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

পাবলিকিয়ান টুডে / এম