চবির সব ব্যবস্থা অনলাইনে চেয়ে প্রশাসনকে স্মারকলিপি বিপ্লবী ছাত্র ঐক্যের
- প্রকাশিত: ০৩:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 213
যেখানে উল্লেখ করা হয়েছে হলগুলোতে নম্বরপত্র প্রদানের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষার্থীর মাধ্যমে নম্বরপত্র সংগ্রহ করতে পারেন না।এক্ষেত্রে অনার্স এবং মাস্টার্স পাশ করে যাওয়া শিক্ষার্থীরা নম্বরপত্র সংগ্রহের ক্ষেত্রে ভোগান্তির শিকার হোন।এই ভোগান্তি লাঘবে বিপ্লবী ছাত্র ঐক্য দাবি জানিয়েছে, শর্ত সাপেক্ষে যেন অন্য শিক্ষার্থীর মাধ্যমেও নম্বরপত্র সংগ্রহ এবং ছবি তোলার অনুমতি দেওয়া হয়।
বিপ্লবী ছাত্র ঐক্যের পক্ষ থেকে এক্ষেত্রে কিছু মৌখিক প্রস্তাবনা ছিল।
১.যার নম্বরপত্র এবং যে সংগ্রহ করবেন উভয়ের বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের ফটোকপি জমা নিয়ে নম্বরপত্র সংগ্রহ করার সুযোগ দেওয়া।
২.বিভাগের শিক্ষকের রেফারেন্স এবং যার নম্বরপত্র তার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে নম্বরপত্র সংগ্রহের সুযোগ দেওয়া।
পরীক্ষার ফর্ম ফিলাপের সময় নম্বরপত্রের জন্য নির্ধারিত ফি প্রদানের পরেও,নম্বরপত্র উত্তোলনের সময় হলগুলোতে অতিরিক্ত ফি আদায় করা হয়।বিপ্লবী ছাত্র ঐক্য অতিরিক্ত ফি এর ব্যাপারে সুষ্পষ্ট ব্যাখ্যা চেয়েছে এবং এই অনাকাঙ্ক্ষিত ফি বন্ধের দাবি জানিয়েছে।
অনলাইনে রেজাল্ট এবং পেমেন্ট সিস্টেমের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র ঐক্য।অনলাইন সিস্টেম হলে উপরোক্ত সমস্যার অনেকাংশ সমাধান হবে বলেই বিপ্লবী ছাত্র ঐক্য মনে করে।
আমাদের দাবিগুলোকে প্রোভিসি (প্রশাসন) কামাল স্যার গুরুত্বের সাথে নিয়েছেন। হলে অতিরিক্ত ফি আদায় এবং নম্বরপত্র উত্তোলনের ব্যাপারটি প্রভোস্ট স্যারদের মিটিংয়ে উপস্থাপন করবেন। অতিরিক্ত ফি আদায়ের সুস্পষ্ট ব্যাখ্যা আদায় এবং নম্বরপত্র উত্তোলনের সমস্যার সমাধান করবেন বলে বিপ্লবী ছাত্র ঐক্যকে আশ্বস্ত করেছেন।অনলাইন রেজাল্ট প্রকাশের সিস্টেম প্রসেসিং এর মধ্য আছে বলে, স্যার জানিয়েছেন।শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিপ্লবী ছাত্র ঐক্য সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।