...

চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহবান শাবিপ্রবি শিক্ষার্থীদের

Rakib Hasan প্রকাশ: ০৯ আগস্ট, ২০২৪, ১৬:৫৬

শাবিপ্রবি প্রতিনিধি
শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার মনিটরিংয়ের কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তার অংশ হিসেবে সিলেটেও এ কার্যক্রম অব্যাহত রেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরীর মদিনা মার্কেট নামক এলাকাসহ বিভিন্ন বাজারে একাধিক দলের বিভক্ত হয়ে বাজার মনিটরিং করতে দেখা যায়।

শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করেন। এসময় প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। যদি কেউ চাদাবাজি করতে আসে সেক্ষেত্রে ছবি/ ভিডিও ধারন করে শিক্ষার্থীদের অবহিত করার আহ্বান জানান এবং সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তারা।

শিক্ষার্থীদের দাবি, বাজার মনিটরিংয়ের ফলে আগের থেকে কম দামে পণ্য বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সিন্ডিকেট ও চাঁদাবাজি না থাকায় বিক্রেতারা কম দামে পণ্য বিক্রি করতে পারছেন।

এসময় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আদনান মোহন বলেন, বুকের রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছি এখন কাজ করছি সাম্যের বাংলাদেশ গঠন করার জন্য। যেইখানে থাকবে না কোনো সন্ত্রাসবাদ, চাদাবাজ, সিন্ডিকেট। শাবিপ্রবির সমন্বয়ক টিম আজকে বাজার মনিটরিং ও জনসচেতনতা তৈরি করেছি। আমরা ব্যবসায়ীদের কে ন্যায্য মূল্য নির্ধারণ সিন্ডিকেট না করা, কোনো ধরনের চাঁদা না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। কেউ যদি কোনো ধরনের চাঁদাবাজি অথবা সিন্ডিকেট করে ব্যবসা করতে চায় তাহলে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করতে বলছি।