...

চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ২ ভাতিজার বিরুদ্ধে

হাসিবুর রশীদ, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ০২ ডিসেম্বর, ২০২৫, ২০:১২

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাসমত উল্যাহ (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা তোফায়েল (৩৭), মোঃ মোহন (৩৪) এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় রামগঞ্জ পৌর ২নং ওয়ার্ড বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়ীতে।

এ ঘটনায় মৃতের বড় ছেলে শাহীন হোসেন তার বাবা হাসমত উল্যাহকে হত্যার ঘটনার সাথে জড়িত চাচাতো ভাই মোঃ তোফায়েল (৩৭), মোঃ মোহন (৩৪), পৌর যুবদলের সদস্য মোঃ সুমন চৌধুরী (৪৫)সহ ৮/৯জনের নাম উল্লেখ করে বক্তব্য দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায় সোমবার রাত ১১টায় বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়ীর হাসমত উল্যার বসতঘর জোরপূর্বক দখল করতে গেলে বাধা দেন হাসমত উল্যাহ ও তার পরিবারের সদস্যরা। ক্ষিপ্ত ভাতিজা মোঃ তোফায়েল ও মোঃ মোহন ভাড়া করা বাহিনী দিয়ে হাসমত উল্যার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে।

মারাত্মক আহতবস্থায় হাসমত উল্যাকে পরিবারের লোকজন উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই তোফায়েল আহম্মেদ ও মোহন আত্মগোপনে চলে যায়। উত্তেজিত জনতা আজ মঙ্গলবার সকালে তোফায়েল ও মোহনের বসতঘর থেকে আসবাবপত্র বের করে আগুন লাগিয়ে দেয়।

স্থানীয় এলাকবাসী আজ বেলা ১২টার দিকে তোফায়েল ও মোহনের বাড়ীর পাশের বাগান থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশকে অবগত করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হসপিটাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে।

পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক