ছবি: সংগৃহীত ঘরের মাঠে নিজেদের সর্বোচ্চ টি–টোয়েন্টি রান তাড়া করে আয়ারল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতা ফিরল টাইগাররা। শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৭১ রানের লক্ষ্য দুই বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে স্বাগতিক দল। এর আগে ঘরের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ১৬৫, যা এসেছিল ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।
লিটন দাসের দৃষ্টিনন্দন হাফসেঞ্চুরি এবং পারভেজ হোসেন ইমনকে নিয়ে শুরুটা ছিল মসৃণ। তবে মাঝখানে কয়েকটি দ্রুত উইকেট পড়ে চাপ বাড়ে বাংলাদেশের ওপর। ঠিক সেই সময় গুরুত্বপূর্ণ ছক্কা-চারে ম্যাচ ঘুরিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ ১০ বল থেকে প্রয়োজন ছিল ১৪ রান। মার্ক অ্যাডায়ারের ওভারে সাইফউদ্দিন একটি ছক্কা ও একটি চার মেরে ম্যাচের গতিপথ বদলে দেন। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৩ রান। জশ লিটলের চতুর্থ বল কাভারের ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে জয়সূচক রান তুলে নেন শেখ মেহেদি হাসান।
এর আগে ব্যাট হাতে লিটন দাস ৩ ছক্কা ও ৩ চারে ৩৭ বলে ৫৭ রান করেন। পারভেজ ২৮ বলে ৪৩ রান যোগ করেন। আয়ারল্যান্ড আগে ব্যাট করে ১৭০ রান তোলে। শুরুতেই পল স্টার্লিং ও টিম টেক্টর ঝড় তোলেন; মাত্র ২৮ বলে স্কোরবোর্ডে যোগ হয় ৫৭ রান। স্টার্লিং ১৪ বলে ২৯ এবং টেক্টর ২৬ বলে ৩৮ রান করেন।
৭৫ রানে কোনো উইকেট না হারিয়ে এগিয়ে থাকলেও মাঝের ওভারগুলোতে গতি হারায় আয়ারল্যান্ড। এর বড় কারণ ছিলেন মেহেদি হাসান। প্রথম ওভারে ১৩ রান খরচের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে একই ওভারে আউট করেন টিম টেক্টর ও হ্যারি টেক্টরকে। পরে বেন ক্যালিটজকেও শিকার করেন তিনি।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক