ছবি : বাফুফে চীনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা চতুর্থ জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। যদিও আজকের জয়টি বড় ব্যবধানের হয়নি, তবুও বাহরাইনকে ২–১ গোলে হারিয়ে মূলপর্বে খেলার সম্ভাবনা আরও দৃঢ় করেছে যুবারা।
ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে বাংলাদেশের দুই গোলই এসেছে বায়েজিদ বোস্তামি ও মোহাম্মদ মানিকের পা থেকে। এই জয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট এখন ১২। গ্রুপের শীর্ষে থাকলেও সমান পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে স্বাগতিক চীনের। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে তাদের পয়েন্টও হবে ১২। ফলে দুই দলের মধ্যকার শেষ ম্যাচটি রূপ নেবে বাঁচা–মরার লড়াইয়ে; যে জিতবে, তারাই জায়গা পাবে ২০২৬ সালের মে মাসে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূলপর্বে।
তবে যদি শ্রীলঙ্কা চীনকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের সামনে হিসাব সহজ হয়ে যাবে—শেষ ম্যাচে ড্র করলেই উত্তীর্ণ হওয়ার পথ খুলে যাবে।
বাহরাইনের রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পেতে সময় লেগেছে বাংলাদেশের। ৫৯ মিনিটে বায়েজিদের গোলেই জয়ের সূচনা। এরপর ৭২ মিনিটে মানিকের জয়সূচক গোল ব্যবধান বাড়ায়। তবে ৮৫ মিনিটে জুহাইর ইব্রাহিমের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি বাহরাইন।
এর আগে আক্রমণভাগের ঝলকে গোল বন্যায় প্রতিপক্ষদের বিধ্বস্ত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে হারিয়েছে ৫–০ গোলে। দ্বিতীয় ম্যাচে ব্রুনেইয়ের বিপক্ষে জয় ৮–০। আর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ৫–০ গোলে।
পাবলিকিয়ান টুডে/ সংগৃহীত | ফেসবুক
সূত্র- কালের কণ্ঠ