...

চীনে স্টার নেটওয়ার্ক সভায় পোশাক শিল্পের অগ্রগতি তুলে ধরল বিজিএমইএ–বিকেএমইএ

অনলাইন ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ১৩:০৭

চীনের হুমেন টাউনে অনুষ্ঠিত স্টার নেটওয়ার্কের বার্ষিক বোর্ড মিটিংয়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শক্তি, সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন বিজিএমইএ ও বিকেএমইএ’র উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। বৈশ্বিক এই মর্যাদাপূর্ণ ফোরামে শিল্পের শীর্ষ নেতৃবৃন্দ বাংলাদেশের অবস্থান শক্তিশালীভাবে তুলে ধরেন।

সাসটেইনেবল টার্মস অব ট্রেড ইনিশিয়েটিভের মুখপাত্র ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি মিরান আলী এবং বিজিএমইএ পরিচালক ও স্টার নেটওয়ার্ক বোর্ড সদস্য শাহ রায়ীদ চৌধুরী প্রেজেন্টেশনে বাংলাদেশি পোশাক শিল্পের চ্যালেঞ্জ, উদীয়মান সুযোগ এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় কৌশল তুলে ধরেন।

বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি ও স্টার নেটওয়ার্ক বোর্ডের চেয়ারম্যান ফজলে শামীম এহসান দেশে নিটওয়্যার ও পোশাক শিল্পের ধারাবাহিক অগ্রগতি এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন করেন।

সভায় সদস্য রাষ্ট্রগুলোর অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা সেক্রেটারিয়েটের কার্যক্রম, যৌথ উদ্যোগ, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেন। ওয়ার্ল্ডলি, ক্যাসকেল এবং ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের বিশেষজ্ঞরা বৈশ্বিক বাজার পরিস্থিতি ও প্রযুক্তিগত অগ্রগতিসহ শিল্পের উদীয়মান চ্যালেঞ্জ-সুযোগ বিশ্লেষণ করেন।

স্টার নেটওয়ার্ক—সাসটেইনেবল টেক্সটাইল অব দ্য এশিয়ান রিজিয়ন—এশিয়ার শীর্ষ পোশাক উৎপাদক দেশগুলোর একটি জোট, যা টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও দায়িত্বশীল প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করে। বর্তমানে বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, মিয়ানমার, পাকিস্তান ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের অ্যাসোসিয়েশন এতে যুক্ত।

সভায় অংশ নেয় চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিল, টাফট্যাক, ভিটাস, এমজিএমএ, পিটিইএ, পিএইচএমইএ এবং টিএমএ।
বাংলাদেশের প্রতিনিধিরা জানান, দেশটি সাসটেইনেবল উন্নয়ন, জলবায়ু উদ্যোগ ও শিল্পব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ সমাধান খুঁজতে দৃঢ়প্রতিজ্ঞ।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক