০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছাগলকাণ্ডে ভাইরাল মতিউরকে রহমানকে এনবিআর থেকে সরানো হলো

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৭:৫০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • / 70

ছাগল কান্ডে সমালোচিত মতিউর রহমান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানকে তার বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরপি) সংযুক্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এবং জানায়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে প্রজ্ঞাপনে সরানোর কারণ উল্লেখ করা হয়নি।

সম্প্রতি মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত একটি ভিডিওতে ১৫ লাখ টাকায় একটি খাসি কেনার ঘটনা সামনে আসার পর ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে যে, এনবিআর কর্মকর্তার দুর্নীতির টাকায় এই খাসি কেনা হয়েছে। এই ঘটনায় মতিউর রহমান ও তার ছেলের বিরুদ্ধে সমালোচনা এবং তদন্তের দাবি উঠেছে।

মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ সংগ্রহ করেছেন। তার বিরুদ্ধে বেশ কিছু সম্পদের তথ্য ইতিমধ্যে পাওয়া গেছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে তদন্ত শুরু করেছে।

মতিউর রহমানের বিভিন্ন স্থানে বিপুল সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে পুবাইলের খিলগাঁও মৌজায় ৫৫ বিঘা জমিতে ‘আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট’, নরসিংদীর রায়পুরায় ‘লাকি পার্ক’ নামে একটি রিসোর্ট, এবং ময়মনসিংহের ভালুকা থানায় ৩০০ বিঘা জমির ওপর ‘গ্লোবাল জুতা ফ্যাক্টরি’। এছাড়াও ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তার পরিবারের নামে একাধিক প্লট রয়েছে। বিভিন্ন জায়গায় জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া, তার ব্যাংক অ্যাকাউন্টে শতকোটি টাকার তথ্য পাওয়া গেছে। মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা তার সম্পদের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

ছাগলকাণ্ডে ভাইরাল মতিউরকে রহমানকে এনবিআর থেকে সরানো হলো

প্রকাশিত: ০৭:৫০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানকে তার বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরপি) সংযুক্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এবং জানায়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে প্রজ্ঞাপনে সরানোর কারণ উল্লেখ করা হয়নি।

সম্প্রতি মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত একটি ভিডিওতে ১৫ লাখ টাকায় একটি খাসি কেনার ঘটনা সামনে আসার পর ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে যে, এনবিআর কর্মকর্তার দুর্নীতির টাকায় এই খাসি কেনা হয়েছে। এই ঘটনায় মতিউর রহমান ও তার ছেলের বিরুদ্ধে সমালোচনা এবং তদন্তের দাবি উঠেছে।

মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ সংগ্রহ করেছেন। তার বিরুদ্ধে বেশ কিছু সম্পদের তথ্য ইতিমধ্যে পাওয়া গেছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে তদন্ত শুরু করেছে।

মতিউর রহমানের বিভিন্ন স্থানে বিপুল সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে পুবাইলের খিলগাঁও মৌজায় ৫৫ বিঘা জমিতে ‘আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট’, নরসিংদীর রায়পুরায় ‘লাকি পার্ক’ নামে একটি রিসোর্ট, এবং ময়মনসিংহের ভালুকা থানায় ৩০০ বিঘা জমির ওপর ‘গ্লোবাল জুতা ফ্যাক্টরি’। এছাড়াও ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তার পরিবারের নামে একাধিক প্লট রয়েছে। বিভিন্ন জায়গায় জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া, তার ব্যাংক অ্যাকাউন্টে শতকোটি টাকার তথ্য পাওয়া গেছে। মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা তার সম্পদের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।