ছাত্রদলের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেল দুই শিক্ষার্থী
- প্রকাশিত: ০৬:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / 531
আজ গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা (বি ইউনিট) অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার প্রায় ১৫ মিনিট পরে দুই শিক্ষার্থী কেন্দ্রে পৌঁছায়। পরীক্ষার নিয়ম অনুযায়ী তারা পরীক্ষায় অংশ নিতে পারছিল না।
এই সংকটময় মুহূর্তে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দরা তাৎক্ষণিক সহযোগিতায় এগিয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মানবিক বিবেচনায় পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেন।
এর মধ্যে একজন শিক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশের সময় বুঝতে পারেন যে তিনি তার এডমিট কার্ড নিয়ে আসেননি। ছাত্রদল নেতৃবৃন্দ দ্রুততার সাথে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অনলাইন থেকে এডমিট কার্ড ডাউনলোড করে কেন্দ্রে পৌঁছে দেন এবং ওই শিক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
এসময় ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা বিশ্বাস করি ছাত্রদলের রাজনীতি মানে মানবিক ছাত্ররাজনীতি আর এটাই ছাত্রদলের অঙ্গীকার।