দেশের একটি নির্দিষ্ট দল রয়েছে যাদের নেতাকর্মীদের থেকে ফেইক আইডি বেশী এবং এর মাধ্যমে তারা প্রোপাগান্ডা ছড়ায় বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার পারভেজ।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ঢাবি শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালো ব্যাচ ধারণ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদান কালে তিনি এক কথা বলেন।
তিনি বলেন, আপনারা জানেন সাম্য হত্যাকারীদের তিনজন আটক করা হয়েছিলো। তার মধ্যে একজনকে তারা শ্রমিক দলের বলে প্রোপাগান্ডা ছড়িয়েছিলো। কিন্তু যার নাম বলে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে তাকে সবার সামনে এনে সংবাদ সম্মেলন করা হয়েছে, তা আপনারা দেখেছেন। এভাবে তারা বিভিন্ন সময় ফেইক আইডি থেকে নানা বিষয়ে প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে চায়।
এ সময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।
পাবলিকিয়ান টুডে/ এম