ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মিষ্টি বিতরন | Publician Today

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মিষ্টি বিতরন

Paru Vai প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৪, ১২:৪৭


ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় আনন্দ মিছিল করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়টির নতুন ভবন থেকে শুরু হয়ে পুরাতন ভবনের সামনে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে শিক্ষার্থীরা ‘ছাত্রলীগ জঙ্গি-খুনি হাসিনার সঙ্গী, ‘এইমুহুর্তে খবর এলো-জঙ্গিলীগ মারা গেলো’ ইত্যাদি স্লোগান দেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। তাঁরা ছাত্র হত্যা থেকে শুরু করে চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি, দেশদ্রোহী ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এটা সবার কাছে স্পষ্ট। এছাড়াও বিভিন্ন জায়গায় তাদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে যা সাধারণ শিক্ষার্থীদের জন্য হুমকি। গত কয়েক দিনে তারা বিভিন্ন জায়গায় অনেক শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে। আমরা কয়েকদিন ধরে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি এবং সরকারের কাছে দাবি করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য। গতকাল অন্তবর্তী কালীন সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে ছাত্রলীগের নিষিদ্ধ করেছে এতে আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক খুশি।

এর আগে, গত কয়েকদিন ধরে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে বুধবার ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপণ জারি করে।

তানজিল কাজী

ডিআইইউ প্রতিনিধিঃ