...

জকসু জরিপে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদে এগিয়ে অনিক, তুমুল লড়াইয়ের আভাস

সৃজন সাহা, জবি প্রতিনিধি প্রকাশ: ০৩ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন ‘জকসু অনলাইন জরিপ’ আবারও বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভিপি, জিএস ও এজিএস–এর পর এবার মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদেও দেখা গেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

২৪ ঘণ্টাব্যাপী আয়োজিত অনলাইন জরিপে অংশ নেন মোট ১,৫১০ জন শিক্ষার্থী। জরিপ ফলাফল অনুযায়ী, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী অনিক কুমার দাস ৫১.৬% ভোট পেয়ে শীর্ষে রয়েছেন।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের নূর নবী পেয়েছেন ৪৬.৪% ভোট—যা অনিকের চেয়ে ৫.২% কম।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী খায়রুল হাসান পেয়েছেন ১.২% ভোট এবং মাওলানা ভাসানী ব্রিগেডের খিজির আল সিফাত পেয়েছেন ০.৭% ভোট।

বিশ্লেষকদের মতে, এই জরিপ আসন্ন জকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে অনিক কুমার দাস ও নূর নবীর মধ্যে। যারা দু’জনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিচিত ও প্রভাবশালী ‘হেভিওয়েট’ প্রার্থী।

জরিপের প্রাথমিক চিত্র বলছে, এই পদে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা থাকতে পারে। কে শেষ পর্যন্ত বিজয়ী হবেন, তা জানতে নির্বাচনের দিন পর্যন্তই অপেক্ষা করতে হবে।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক