জগন্নাথ বিশ্ববিদ্যালয় জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির আংশিক তালিকা ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী মো. আশফাকুর আলম সিফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আসিফ মাহমুদ শাওন।
রবিবার (৭ ডিসেম্বর) বিদায়ী কমিটির সভাপতি নুবয়ত হোসেন নুহান এবং সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
আংশিক ঘোষিত কমিটির অন্যান্য পদে রয়েছেনঃ
সিনিয়র সহ-সভাপতি: রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তাসমিয়া সরকার নূরী
সহ-সভাপতি: আধুনিক ভাষা ইনস্টিটিউটের আশফাকুর রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক: সমাজবিজ্ঞান বিভাগের মো. আমিনুল ইসলাম জিহাদ
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হবে।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক
