জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের বর্ধিত কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আগে কমিটি ছিল ৬ সদস্যের, এবার নতুন করে আরও ১৯ জনকে যুক্ত করে মোট ২৫ জনের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
সোমবার (৮ ডিসেম্বর) সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বর্ধিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বর্ধিত কমিটির নতুন দায়িত্ব প্রাপ্তসহ পূর্ণাঙ্গ কমিটিতে আছেনঃ
সভাপতি: সিরাজুম মুনীর তাহমীদ (১৫ ব্যাচ)
সহ-সভাপতি: ফুয়াদ ভূইয়া (১৫ ব্যাচ)
সহ-সভাপতি : ঋত্বিক আচার্য্য (১৫ ব্যাচ)
সাধারণ সম্পাদক: সিফাত সরকার মুবিন (১৬ ব্যাচ)
যুগ্ম-সাধারণ সম্পাদক: মুজাহিদুল ইসলাম পরশ (১৬ ব্যাচ)
যুগ্ম-সাধারণ সম্পাদক: স্বর্ণা আক্তার (১৭ ব্যাচ)
সাংগঠনিক সম্পাদক: সৌর সরকার আলবন (১৬ ব্যাচ)
সহ-সাংগঠনিক সম্পাদক: আফসানা আক্তার সানাম (১৭ ব্যাচ)
কোষাধ্যক্ষ: ইশতিয়াক আজাদ (১৭ ব্যাচ)
আইন বিষয়ক সম্পাদক: রাহেদ আলী (১৭ ব্যাচ)
সহ-আইন বিষয়ক সম্পাদক: সানজিদা আক্তার বিথি (১৮ ব্যাচ)
প্রচার সম্পাদক: আব্দুল আওয়াল (১৭ ব্যাচ)
সহ-প্রচার সম্পাদক: আশিক আহমেদ রাতুল (১৮ ব্যাচ)
দপ্তর সম্পাদক: মাজহারুল ইসলাম টুটুল (১৮ ব্যাচ)
সহ-দপ্তর সম্পাদক: রাকিবুল হাসান (১৮ ব্যাচ)
ক্রীড়া সম্পাদক: মাসুদুর রহমান বিপ্লব (১৮ ব্যাচ)
সংস্কৃতি বিষয়ক সম্পাদক: সুশান্ত সাহা (১৮ ব্যাচ)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: সৌরব আহমেদ (১৮ ব্যাচ)
তথ্য ও যোগাযোগ সম্পাদক: ফয়সাল কামাল (১৮ ব্যাচ)
শিক্ষা বিষয়ক সম্পাদক: ফাতেমা তুজ জেনিয়া (১৮ ব্যাচ)
ছাত্রী বিষয়ক সম্পাদক: ফারজানা পপি (১৮ ব্যাচ)
এছাড়াও কমিটির সদস্য পদে যুক্ত হয়েছেন: মোহাম্মদ মিনহাজ শেখ (১৯ ব্যাচ), সামিউ রিকাবদার রাফিউ (১৯ ব্যাচ), শুভ সরকার জয় (১৯ ব্যাচ) এবং সৃজন সাহা (১৯ ব্যাচ)।
বর্ধিত কমিটি নিয়ে সংগঠনের সভাপতি বলেন, “আমরা সবসময় একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ার চেষ্টা করে যাচ্ছি। আগে ৬ জন সদস্য দিয়ে পুরো বছরের কর্মসূচি চালানো কঠিন হয়ে পড়ত। তাই যোগ্যতা, সক্রিয়তা এবং দায়িত্ববোধ বিবেচনায় নিয়ে ১৯ জন নতুন সদস্যকে যুক্ত করা হয়েছে। আমাদের লক্ষ্য নরসিংদীর শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে সবাই নিজেদের মত প্রকাশ করতে পারবে এবং একে অপরকে সহযোগিতা করবে। বর্ধিত এই কমিটি আমাদের সংগঠনের আগামী দিনের বড় কর্মসূচিগুলোকে সঠিকভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।”
সাধারণ সম্পাদক বলেন, “নতুন সদস্যদের যুক্ত করা শুধু সংখ্যাবৃদ্ধি নয়, বরং আমাদের সাংগঠনিক সক্ষমতার সম্প্রসারণ। আগামীর সব সাংস্কৃতিক আয়োজন, সামাজিক কার্যক্রম এবং একাডেমিক সহায়তা কার্যক্রম আরও পেশাদারভাবে করার জন্য একটি বড় টিম প্রয়োজন ছিল। আমরা প্রত্যেকের দক্ষতা বিবেচনা করে দায়িত্ব দিয়েছি। আশা করি নতুন বর্ধিত কমিটি আমাদের পরিষদকে আরও সক্রিয়, সেবামুখী ও প্রভাবশালী সংগঠনে পরিণত করবে।”
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক
