জাকসুর ফল ঘোষণা: ভিপি জিতু, জিএস মাজহার, ছাত্রশিবিরের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা
- প্রকাশিত: ০৯:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 39
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের বহুল কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসাবে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসাবে ছাত্রশিবির সমর্থিত “সমন্বিত শিক্ষার্থী জোট” প্যানেল থেকে মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় সংসদে মোট ২৫ পদের শীর্ষ ৩ পদসহ মোট ২০টি পদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল “সমন্বিত শিক্ষার্থী জোট।”
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জাকসু নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জাকসুর ফল ঘোষণা করেন।
কেন্দ্রীয় সংসদে নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন–
(এজিএস-পুরুষ) ফেরদৌস আল হাসান, (ছাত্রশিবির); (এজিএস-নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, (ছাত্রশিবির); শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা (ছাত্রশিবির); পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক শাফায়েত মীর, (ছাত্রশিবির); সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি (ছাত্রশিবির); সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র); সহ-সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন (ছাত্রশিবির); নাট্য সম্পাদক রুহুল ইসলাম (ছাত্রশিবির); ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র); সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্র) মহাদী হাসান (ছাত্রশিবির); সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্রী ) ফারহানা আক্তার লুবনা (ছাত্রশিবির) নির্বাচিত হয়েছেন।
আইটি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইমন লিখন (ছাত্রশিবির) সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক আহসান লাবিব (বাগছাস) সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্র) তৌহিদ ইসলাম (ছাত্রশিবির); সহ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) নিগার সুলতানা (ছাত্রশিবির); স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক (ছাত্রশিবির); পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান (ছাত্রশিবির) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্য পদে তিন জন পুরুষ এবং তিনজন নারী নির্বাচিত হয়েছেন। তারা হলেন– তরিকুল ইসলাম (ছাত্রশিবির); আবু তালহা (ছাত্রশিবির), মোহাম্মদ আলী চিশতি (বাগছাস); ফাবলিহা জাহান (ছাত্রশিবির); নাবিলা বিনতে হারুন (ছাত্রশিবির); নুসরাত জাহান ইমা (ছাত্রশিবির) নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙে দশম বারের মতো অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। কিন্তু তৎকালীন সময়ে সিনেট ভবনে এক হট্টগোলের কারণে দীর্ঘ ৩৩ বছর অকার্যকর ছিল জাকসু।