জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ১৫ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসী কর্তৃক ঘৃণ্য হামলা, সংগঠিত নানা ঘটনা, সাহসিকতা ও বীরত্বের বীরগাথা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে দুই দিনব্যাপী ‘জুলাই বিপ্লব: অভ্যুত্থানের প্রথম প্রহর’ শিরোনামে আলোকচিত্রী সীজেন সরকার কর্তৃক আয়োজিত একক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শুরু হয়েছে।
দুই দিন ব্যাপী এই প্রদর্শনী ঘুরে দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, অধ্যাপক লুৎফুল এলাহী, ডা.আরেফুদ্দিন আহমেদ, অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক ঈশিতা আখতার, সাংবাদিক, লেখক ও শিক্ষক সুদীপ্ত সালামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। প্রদর্শনী চলবে হবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
তরুণ আলোকচিত্রী সীজেন সরকার বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনিস্টিটিউটের শিক্ষার্থী। গত চার বছর ধরে তিনি পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি চর্চা করছেন।
গত ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী আন্দোলনের নানা দুর্লভ মুহূর্ত ঝুঁকি নিয়ে ক্যামেরাবন্দি করেন তিনি। সেই ছবিগুলো থেকে নির্বাচিত ৪৭টি ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। এটিই আলোকচিত্রীর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী।
জোবায়ের জাকির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৯-১২-২৪