০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করল ছাত্রদল

মোঃ যোবায়ের হোসেন জাকির, জাবি প্রতিনিধি
  • প্রকাশিত: ০৮:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 48

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) (স্নাতক সম্মান) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টা থেকে সমাজবিজ্ঞান অনুষদ, নতুন কলাভবন, কম্পিউটার সায়েন্স বিল্ডিং, পুরাতন কলাভবন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও কলম তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় তারা নতুন ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সদা শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। দেশের যেকোন প্রতিকূল পরিবেশেও আমাদের অগ্রযাত্রা কখনো থেমে থাকেনি। একটি সুন্দর জাহাঙ্গীরনগর গড়তে আমরা সর্বদা প্রস্তুত। নবীন শিক্ষার্থীদের সফলতা কামনা করছি।”

গত শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের হল বরাদ্দ ঘোষণা করে। আর সেই ঘোষণার পর থেকেই নবীন শিক্ষার্থীরা তাদের লাগেজ, বইপত্র, আর স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আসতে শুরু করে।

এর প্রেক্ষিতে, শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ভিড় জমেছিল শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল ক্যাম্পাস এলাকায়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, ২১টি আবাসিক হলে প্রায় এক হাজার আটশত উননব্বই জন নতুন শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, নবীনদের সুবিধার্থে প্রশাসন থেকে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক

শেয়ার করুন

জাবিতে নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করল ছাত্রদল

প্রকাশিত: ০৮:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) (স্নাতক সম্মান) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টা থেকে সমাজবিজ্ঞান অনুষদ, নতুন কলাভবন, কম্পিউটার সায়েন্স বিল্ডিং, পুরাতন কলাভবন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও কলম তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় তারা নতুন ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সদা শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। দেশের যেকোন প্রতিকূল পরিবেশেও আমাদের অগ্রযাত্রা কখনো থেমে থাকেনি। একটি সুন্দর জাহাঙ্গীরনগর গড়তে আমরা সর্বদা প্রস্তুত। নবীন শিক্ষার্থীদের সফলতা কামনা করছি।”

গত শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের হল বরাদ্দ ঘোষণা করে। আর সেই ঘোষণার পর থেকেই নবীন শিক্ষার্থীরা তাদের লাগেজ, বইপত্র, আর স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আসতে শুরু করে।

এর প্রেক্ষিতে, শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ভিড় জমেছিল শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল ক্যাম্পাস এলাকায়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, ২১টি আবাসিক হলে প্রায় এক হাজার আটশত উননব্বই জন নতুন শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, নবীনদের সুবিধার্থে প্রশাসন থেকে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক