জাবির বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে জাহিদ-শরীফ  | Publician Today

জাবির বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে জাহিদ-শরীফ 

Rakib Hasan প্রকাশ: ০৭ নভেম্বর, ২০২৪, ১০:২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) অধ্যয়নরত বরিশালের বিভাগের শিক্ষার্থীদের প্লাটফর্ম বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহমুদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসানকে সহ-সভাপতি ( ভিপি)  এবং প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর কক্ষে অনুষ্ঠিত এক সাধারণ সভায় নতুন এই কমিটি ঘোষণা করেন বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক দিলশাদ চৌধুরী। 

নতুন এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচ থেক ৫২ ব্যাচের বিভিন্ন বিভাগের মোট ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা সদস্য হিসেবে রয়েছেন৷ 

বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেন, “আমার প্রথম প্রচেষ্টা থাকবে এই সংগঠনের সকল সদস্যের মধ্যে সহযোগিতা ,সহমর্মিতা,

পরমতসহিষ্ণুু ও ভ্রাতৃত্বপূর্ন পরিবেশ বজায় রাখা এবং এই সংগঠনকে নবাগত ব্যাচের জন্য সুস্থ,সুন্দর ও নিরপেক্ষ করে তোলা। শিক্ষক, অ্যালামনাই এবং বর্তমান ছাত্রদের মধ্যে এক পরস্পর সহযোগী মনোভাব সম্পন্ন পরিবেশ তৈরী করে এই সংগঠনকে এগিয়ে নিতে চাই। “

বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির সহ-সভাপতি জাহিদ হাসান বলেন, ” আমাদের এই সংগঠনে প্রধান কাজ থাকে ভর্তি পরীক্ষার সময় বরিশাল থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করা। এর পাশাপাশি আমরা যারা ক্যাম্পাসে আছি তাদের যেকোনো সমস্যার সমাধানের চেষ্টা করা। সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে আমরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। “