০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সাবেক এমপির সুপারিশযুক্ত শিক্ষক নিয়োগের প্রবেশপত্র ফেসবুকে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 277

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষার এক প্রার্থীর প্রবেশপত্র ফেসবুকে প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান। শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে তার ফেসবুক স্টোরিতে ওই প্রবেশপত্র প্রকাশিত হয়। এক ঘণ্টার মধ্যে সেটি সরিয়ে নেওয়া হলেও বিষয়টি ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশিত প্রবেশপত্রে দেখা যায়, আজমীরা আরেফিন নামের এক নারী প্রার্থী আগামী ৪ আগস্ট সকাল ১০টায় রাবি উপাচার্যের বাসভবনে ভাইভা পরীক্ষায় অংশ নেবেন। তিনি ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে প্রভাষক পদের জন্য আবেদন করেছেন। ওই প্রবেশপত্রে সুপারিশকারী হিসেবে স্বাক্ষর করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. লতিফুর রহমান।

তথ্য অনুযায়ী, লতিফুর রহমান এক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ছিলেন এবং ১৯৮৬ ও ১৯৯১ সালে জামায়াতের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে অধ্যাপক ফরিদ উদ্দিন খান এক ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘ভুলবশত’ বলে দাবি করেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, “কীভাবে এটি আমার স্টোরিতে এসেছে, বুঝতে পারিনি। আমার ছেলে হয়তো মোবাইলে গেম খেলার সময় ভুলবশত এটি আপলোড করে দিয়েছে।”

তিনি আরও জানান, “রুয়া নির্বাচনের সময় ওই সাবেক এমপির সঙ্গে পরিচয় হয়েছিল। তিনি কয়েকদিন আগে ফোন করে তার এলাকার এক প্রার্থীর কথা বলেন এবং প্রবেশপত্র পাঠান। অনেকেই পরিচয়ের সুবাদে এ ধরনের সুপারিশ করেন, তবে এগুলোর কোনো প্রভাব পরীক্ষার ওপর পড়ে না।”

উপ-উপাচার্য জানান, তার কাছে আরও অনেক শিক্ষার্থী, বন্ধু ও রাজনীতিকদের সুপারিশ আছে, তবে তিনি সবসময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেন।

শেয়ার করুন

জামায়াতের সাবেক এমপির সুপারিশযুক্ত শিক্ষক নিয়োগের প্রবেশপত্র ফেসবুকে

প্রকাশিত: ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষার এক প্রার্থীর প্রবেশপত্র ফেসবুকে প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান। শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে তার ফেসবুক স্টোরিতে ওই প্রবেশপত্র প্রকাশিত হয়। এক ঘণ্টার মধ্যে সেটি সরিয়ে নেওয়া হলেও বিষয়টি ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশিত প্রবেশপত্রে দেখা যায়, আজমীরা আরেফিন নামের এক নারী প্রার্থী আগামী ৪ আগস্ট সকাল ১০টায় রাবি উপাচার্যের বাসভবনে ভাইভা পরীক্ষায় অংশ নেবেন। তিনি ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে প্রভাষক পদের জন্য আবেদন করেছেন। ওই প্রবেশপত্রে সুপারিশকারী হিসেবে স্বাক্ষর করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. লতিফুর রহমান।

তথ্য অনুযায়ী, লতিফুর রহমান এক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ছিলেন এবং ১৯৮৬ ও ১৯৯১ সালে জামায়াতের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে অধ্যাপক ফরিদ উদ্দিন খান এক ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘ভুলবশত’ বলে দাবি করেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, “কীভাবে এটি আমার স্টোরিতে এসেছে, বুঝতে পারিনি। আমার ছেলে হয়তো মোবাইলে গেম খেলার সময় ভুলবশত এটি আপলোড করে দিয়েছে।”

তিনি আরও জানান, “রুয়া নির্বাচনের সময় ওই সাবেক এমপির সঙ্গে পরিচয় হয়েছিল। তিনি কয়েকদিন আগে ফোন করে তার এলাকার এক প্রার্থীর কথা বলেন এবং প্রবেশপত্র পাঠান। অনেকেই পরিচয়ের সুবাদে এ ধরনের সুপারিশ করেন, তবে এগুলোর কোনো প্রভাব পরীক্ষার ওপর পড়ে না।”

উপ-উপাচার্য জানান, তার কাছে আরও অনেক শিক্ষার্থী, বন্ধু ও রাজনীতিকদের সুপারিশ আছে, তবে তিনি সবসময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেন।