...

জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবদুল কাইয়ুমের স্মরণে কুবিতে ফুটবল টুর্নামেন্ট 

Paru Vai প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৪, ১৭:০১

কুবি প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শিক্ষার্থী আবদুল কাইয়ুমের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবদুল কাইয়ুম ফুটবল টুর্নামেন্ট-২০২৪’।

আগামীকাল (১৩ নভেম্বর) প্রত্নতত্ত্ব বনাম কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের খেলা দিয়ে উদ্বোধন হবে প্রতিযোগিতাটির।

শহিদ আবদুল কাইয়ুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। গত ৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কার্যক্রমে অংশগ্রহণকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে সাভার এনাম মেডিকেলে চিৎিসাধীন অবস্থায় মারা যায়।

জানা যায়, প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগকে চারটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতাটি চলবে। আগামী ০৮ ডিসেম্বর উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব  অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে টুর্নামেন্টের আহবায়ক ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোহরাব উদ্দীন বলেন, ‘জুলাই বিপ্লবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কাইয়ুম শহিদ হয়েছে। তার স্মৃতিচারণেই আমরা এবারের টুর্নামেন্ট তার নামে করার পরিকল্পনা করেছি।’

তিনি আরও বলেন, ‘আগের টুর্নামেন্টগুলোতে প্রত্যেক দল একবার হারার পর তাদের আর কোনো সুযোগ ছিল না। তবে এইবার আমরা চেষ্টা করেছি যেন প্রত্যেকটা দল নিজেদের যাচাই-বাছাই করার আরও সুযোগ পায়। এজন্যই গ্রুপ পর্যায়ে টুর্নামেন্ট চলার ব্যবস্থা নিয়েছি।’