জাবি প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহবায়ক, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও আধিপত্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় ওসমান হাদির রুহের মাগফিরাতে বিশেষ মোনাজাত ও পরিবারের ধৈর্য্য ধারনের জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, “বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ও ভারতীয় আধিপত্যবাদের বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের ভাই ওসমান বিন হাদী গতকাল শাহাদাত বরণ করেছেন। এদিন আমাদের জন্য অত্যন্ত দুঃখের। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, “হাদি শুধু একটা নাম নয়, তিনি আমাদের বুকে প্রেরনার বাতিঘর। হাদী ভাইকে যারা গুপ্তহত্যার মাধ্যমে বিদায় করেছে, সেই আধিপত্যবাদী ও ফ্যাসিবাদীদের বাংলাদেশ থেকে নির্মূলের দাবি করছি। পাশাপাশি বাংলাদেশের প্রতি যে ভারতের সাংস্কৃতিক আগ্রাসন তা বন্ধে জাকসু ও জাবি শিক্ষার্থীরা সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কাজ করবে।”
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাকসুর সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর সহ জাকসুর নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা কর্মচারীসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক