জাবি প্রতিনিধি
জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশক্তির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতাকর্মীদের ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে লেখা বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অবস্থান কর্মসূচি শেষে জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, “ইন্টেরিম সরকারের ব্যর্থতার কারণে ওসমান হাদি ভাইয়ের মৃত্যু হয়েছে। অবিলম্বে ভারতে পালিয়ে থাকা হত্যাকারীকে গ্রেফতার করতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীকে গ্রেফতার করে হস্তান্তর করা না হয় তাহলে ভারতীয় হাইকমিশনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। একইসঙ্গে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”
তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া ও ইসলামনগরে ছাত্রলীগের সন্ত্রাসীরা লুকিয়ে আছে। তারা যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। আমরা ভিসি স্যারের উদ্দেশ্যে বলতে চাই, আগামী জানুয়ারি মাসের মধ্যেই যদি জুলাই হামলার সন্ত্রাসীদের বিচার করা না হয় তাহলে আমরা কঠর কর্মসূচি দিতে বাধ্য হব।”
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক